'মুখ ও মুখোশ' সিনেমা নয়,
পরি মুখোস করোনাকে ভয়!
মুখোশ তো গেল হয়ে দাড়ি,
ব্যবহার করছে নর ও নারী।


মুখোশে মুখ থাকে তো ঢাকা,
ভাইরাস যে দেখে নাক ফাঁকা!
পুলিশের হাতে পড়ে কী ধরা?
দেশে আইন নেই তেমন কড়া!


নেকাব-মুখোশ ছিল নিষেধ!
নেই এখন ইউরোপের ভেদ?
দাড়ি রাখা এক দেশে বাঁধা,
মুখোশ যে এখন গাদা গাদা!


'মুখ ও মুখোশ' চলছে বেশ!
ধরা ছোয়ার বাইরেই কেশ?
মুখের সাথে নাকও দরকার,
না ধরলে করবে যে আবার!


মুখোসে চলে অনেক কিছু!
দুর্নীতিবাজরা ছাড়েনি পিছু।
দেখিনা তো মুখ বন্ধ মুখোশ!
দেশের ক্ষতি নেই আফসোস?


=================o


কানাডা,


১৮ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ


বি.দ্র : মুখোশ, মুখোস পরা, মাস্ক, নকল মুখ, মুখোস পরে বলনাচ, মুখোশ পরে অভিনয়, মুখোস পরে শোভাযাত্রা ( স্থানভেদে বানান পরিবর্তন হয় ,মুখোশ-মুখোস )