লীগ অব নেশনস, জন্ম ১৯২০ সালে,
জার্মানী- হিটলার আটকায় নি জালে!
ইংল্যান্ড আর ফ্রান্স মুল চালিকা শক্তি,
সােভিয়েত ইউনিয়নেরই ছিলনা ভক্তি!


১৯৪৫ সালে লুপ্ত সম্মিলিত জাতিপুঞ্জ,
৫১টি রাষ্ট্রের মিলনেই হয় জাতি-কুঞ্জ!
ভেটো প্রদান- ক্ষমতা নিয়ে জাতিসংঘ,
স্থায়ী পাঁচ রাস্ট্রই করে শুধু আইন ভঙ্গ!


অর্থনৈতিক উন্নয়নও সামাজিক অগ্রগতি,
মানবাধিকার ও নিরাপত্তায় চলে দুর্গতি!
আন্তর্জাতিক অঙ্গনে আইন হচ্ছে লঙ্ঘন,
অত্যাচারিত দেশের আছে কী প্রয়োজন?


ব্যর্থ জাতিসংঘ! ব্যর্থ উন্নত রাস্ট্রের বুলি,
অসহায় মানুষ মরে তাদেরই ছোড়া গুলি!
রাস্ট্রসংঘ, জাতিপুঞ্জের মতই যে নিষ্ফল,
নিপীড়িত দেশগুলো কেন হারালো  বল?


===================o


উত্তর আমেরিকা
৪ ঠা জ্যৈষ্ঠ, ১৪২৮  বঙ্গাব্দ,