চারদিকে এখন দেখি শুধুই পাথর আর পাথর,
সাগরে কিংবা নদীতে তারা যে নিস্পন্দ নিথর।
পাথরে সরুয়া কখনো ছিলনা, আছে জন্তুদের!
বিবেকের চামড়া নেই, নরের এ কেমন গতর?