এখানের বদ্ধ বাতাসে শ্বাস নিতে ই কষ্ট...
হাওয়ার গুণমান দয়ালু নয়, তাও স্পষ্ট!
কালো আসমানে পাখিরা উড়ে না আর ...
আমাদের ঐ নীল অম্বর টা দখলে কার?

   ---   ---   --- ---   ---   --- ---   ---

সংহতির বদলে বিভাজন

এখানকার রাজনীতিও গোষ্ঠীস্বার্থনির্ভর।
বিরোধী অবস্থান থেকে সরকারে বসলেই সবার ভাষা ও ভঙ্গি নাটকীয়ভাবে বদলে যায়। জনতার ভাষার জায়গাটায় চলে আসে গোষ্ঠীতন্ত্রের ভাষা।
দেশের উন্নয়নে প্রয়োজন সামাজিক মূলধন। আর সামাজিক মূলধনের ভিত্তি হলো– একে অপরের প্রতি বিশ্বাস। বিশ্বাস তৈরির কাজ নাগরিক সংগঠনের কিন্তু তারাই মতপার্থক্য তৈরি করছে।
একীকরণ, একীভবন, সমন্বয়সাধন
কেন্দ্রীভবন, ঘনীভবন