প্রাণীটাকে আমরা সবাই দেখি,
তার পায়ের সংখ্যা তিনবার বদলায়!
অল্প বয়সে দু' পা থাকলেও হাঁটতে পারেনা…


তবে প্রাণীটা কিছুদিন পর…
চার পায়ে হাঁটে আবার দৌড়ায়!
কেন সে দু' পায়ে হাঁটতে পারেনা?


অনেক মাস পরে সে দাঁড়াতেও পারে
আবার হাঁটতেও পারে দু'পায়ে!


কিন্তু অনেক বছর শুধুই দু'পায়ে…
ফের বয়স হলে তিন পায়ে হাঁটে!
একটা পা অবশ্য...
কী যেন প্রাণীটার নাম!



==============o


৩০ শে ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ
১৬ ই সেপ্টেম্বর, ২০২১


কানাডা


******