ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের
উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা!
সবচয়ে বেশি কষ্ট পেয়েছেন এ দেশের
প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর বড় কন্যা?  


এরই মধ্যে দেখা দিয়েছে তিস্তার সাথে
ব্রহ্মপুত্র যমুনার পানি বাড়ার আভাস!
উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি
বৃদ্ধিতে আশে পাশে পড়বে আরো লাশ!


কিছুদিন আগে ঐ দেশের কারণে ছিল শুকনা,
নদীতে ঘাস খেতো গরু-বাছুর -বকনা!


ভারি বর্ষণে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার
চরসহ নিম্নাঞ্চলে হাজার হাজার পরিবার পানি-বন্দি!
তারা জানেনা অনেক বছর আগেই এ ব্যাপারে
দু'দেশের মধ্যে হয়েছিল সন্ধি?


দেশের বন্যা পরিস্থিতি সামগ্রিকভাবে হচ্ছে অবনতি!
গতকাল দু দেশের বিদেশ-মন্ত্রীর আবারো আলোচনা,
দেশের জনসাধারণ বু্ঝে না ওদের যে মতিগতি!


কুড়িগ্রামের তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত,
প্রধানমন্ত্রী ও মুখ্য-মন্ত্রীর কর্মকান্ডে কারা হচ্ছে নিহত?
নুনখাওয়া ও চিলমারী দুটি পয়েন্টে পানি দ্রুত বাড়ছে,
নদী-ভাঙ্গনে অববাহিকার সব হারিয়ে এলাকা ছাড়ছে!


ব্রহ্মপুত্র নদের পানি বাড়লে যমুনা নদীর পানি বাড়ে,
ব্রহ্মপুত্র বাহাদুরাবাদে এসে যমুনার সঙ্গে মেশাটা
মানুষের নজর কাড়ে!


গাইবান্ধার চণ্ডীপুর ইউনিয়নের উজান বোচাগাড়িম কাড়ি,
পাঁচপীর খেয়াঘাট, খোর্দ্দা চরে ডুবেছেও পুলিস-ফাড়ি!
লাঠশালা ও হরিপুর ইউনিয়নের কাশিম বাজার,
কাপাসিয়া ইউনিয়নের ভাঙ্গন যে হাজার!


হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ  সিকিম
আসাম ও মেঘালয় প্রদেশের ভারি বৃষ্টিপাত!
তিস্তা বাঁঁধ খুলে আরেক দেশকে প্লাবিত করা,
তারা কি খায় না মাছ-ভাত?


এ সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা ধরলা
দুধকুমার নদীর পানির সমতল  দ্রুত বেড়ে!
আকস্মিক বন্যা তাদের সব নিয়েছে কেড়ে!
ব্রহ্মপুত্র-যমুনার পানির সমতল অব্যাহত বাড়া,
বাহাদুরাবাদ স্টেশনে বিপদসীমা অতিক্রমে
বাড়বে আরো সর্বহারা!


বন্ধু-দেশের প্রতি এ কেমন আচরণ!
বাঁধের খেলা চলবে কি আমরণ?


==================o


উত্তর আমেরিকা
২১ শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ