পৃথিবীর বিভিন্ন দেশে
প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি
মহামারী ও প্যান্ডেমিক ছাড়াও
আছে আরেকটি মহামারী!
ভারত ও বাংলাদেশেও...


বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে,
গত কয়েকমাস ধরে সামাজিক
দূরত্ব ও স্বাস্থ্যবিধির পরোয়া
না করে একের পর এক রাজনৈতিক ও
ধর্মীয় সমাবেশ হবার কারণেই
করোনা সংক্রমণ বেড়েছে ভারতে!
এ ভাইরাসের বি. ১.৬১৭ ধরনটি
গত বছরের অক্টোবরে শনাক্ত হয়েছে,
সাম্প্রতিক উচ্চ সংক্রমণ পরিস্থিতির
জন্য ওটাই দায়ী!
ওরা যে এ দেশের সরকার ও রাজনৈতিক
দলগুলোর একটা মহামারীর কথা বলেনি...


বাংলাদেশে প্যান্ডেমিকে হয়েছে অনেক কান্ড!
প্যান্ডেমিক ছাড়াও দেশপ্রেমহীন ও
রাজনৈতিক মহামারীর কারণে কি
এদেশের অনেক মানুষ পরপারে যায়নি চলে?
কিন্তু অসহায় গরীব মানুষের জন্য
কেউ তো কিছু করেনি...


বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক প্যান্ডেমিক
ও পৃথিবীর রাজনৈতিক মহামারীর
কারণে এত মানবের প্রস্থান...
যুক্তরাষ্ট্র চীন যুক্তরাজ্য
রাশিয়া ও ফ্রান্সের কথা
কিন্তু বলেনি এ সংস্থা!


দেখে মনে হচ্ছে করোনাকে
অনেক দেশ ও মানুষ হালকাভাবে নিয়েছে!
আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়া এ প্যান্ডেমিকের
সাথে আছে আরো একটি মহামারী ...
সেটা এ পৃথিবীর রাজনৈতিক মহামারি!
প্যান্ডেমিকের টীকা তৈরি হলেও এ মহামারীর
টীকার ব্যাপারে কারোর চেষ্টা নেই...
উদ্ভাবন করা তো দূরেরই কথা!
এটার বিরুদ্ধে...


=========================o


উত্তর আমেরিকা
৩০ শে জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ