রাজনীতির সাথে থাকেই স্বজন-প্রীতি!
কেন মনে যে আসেনা দেশ-অর্থনীতি?
রাজনীতির সাথেই থাকে যত ক্ষমতা!
আমজনতার প্রতি নেই  কেন মমতা?


রাজনীতির সাথে থাকে কত ইতিহাস,
ভয় থাকেনা করতে হাজার পাণ-নাশ!
রাজনীতির সাথে সম্পর্ক কীনা স্বার্থের,
কখনো করেছে তারা পতিত দূর্গতদের?


রাজনীতির সাথেই থাকে লক্ষ দুর্নীতি,
পাচার-লুট করে যত সম্পদের স্ফীতি!
রাজনীতির সাথে সম্পর্ক যে পাপীদের,
চেষ্টা নেই উন্নতি-শিক্ষার সব ধাপের!


রাজনীতির সাথে থাকে অনেক যে ধর্ম,
আসল ব্যপার লুকিয়ে থাকে কান্ড-কর্ম!
রাজনীতির সাথে থাকে কত  শত ভন্ড,
ধর্ম-ব্যবসায় তারা সমাজকে করে পন্ড!


রাজনীতির সাথে থাকে লক্ষ বন্য প্রাণী,
তাদের চোখ পড়েনা দীনমজুরের ঘানি!
এমন রাজনীতি চাইনা সব আমরা ভাই,
দেশ হতে এ ধরনের রাজনীতি তাড়াই!


=================o


কানাডা,


১৭ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ