ইদানিং শুধু মিছিল
আর মিছিল চারদিকে...
যারা শোভাযাত্রায় থাকে
তারা নাঙ্গা পায়ে...
শব্দহীন এ সমাগমের দৃশ্য
খুব অদ্ভুত আর শোচনীয়!
সারি সারি সাদা কাপড়ে
প্রতিনিয়ত তারা একত্রিত হচ্ছে!


কদাচিত বা হামেশা জীবনে
তারা আগেও মিছিল করেছে
অন্য কিছু পাবার...
তাদের সমাবেশ কখনো কিন্তু
হাসপাতালে আসেনি...
প্রাণহীনও ছিলনা ওরা!


জিন্দা-লাশেরা বিশুদ্ধ
ফুসফুস না পাবার
প্রতিবাদে শব হয়ে
মিছিল করে যাচ্ছে...
খুব কষ্ট লাগে
এ রকম দৃশ্য দেখে!


এ রকম মিছিল করে
ওরা কিছুই পাবেনা!


তাহলে এ মিছিল
কেন হচ্ছে প্রতিদিন?


==========o


উত্তর আমেরিকা,
১৪ ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ