কাজ তো ছিল সত্যটা বের করা!
কি কারণে হলো এমন পথহারা?
সত্য কে মিথ্যাতে আনছে যারা!
বিবেক তাদের কে দেয়না নাড়া?


সত্যই নেই, কি এমন রাজনীতি?
চরিত্রেই মিশে আছে যত দুর্নীতি!
লেখার আছে বহুত কাগজ কলম,
গোড়া কেটে আগায় কেন মলম?


তাদের  চিন্তায় নেই দেশের কিছু!
কিসের স্বার্থে তারা নিয়েছে পিছু?
মিথ্যার সাথেই সমস্যা আছে যত,
হিসেব নেই তাতে কারণ যে কত!


মিথ্যার খেলা দেশ এখন একাকার,
অদ্ভুত উটের পিঠেই রাষ্ট্র বারবার!
সত্য মিথ্যার নেই এ দেশে বিচার!
নিস্তেজ প্রজারা বোতলের আচার?


অরক্ষিত দেশের নিরূপায় জনগণ!
সরকারী-বিরোধীদলের কিসে মন?
সবাই মিলে আসল সত্য বের করি,
পারিনা! মিথ্যুকের টুঁটি চেপে ধরি?


================o


উত্তর আমেরিকা,
৬ ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ