ধনী-দেশ কিন্তু জানেনা সে ধনী...
গরীব দেশ জানে সে মধ্য-মনি!
ধনী-দেশে আছে অনেক অভাব,
গরীব দেশে সামলায় মা-বাপ!


গরীব দেশে থাকে কিছু সমস্যা!
ধনী-দেশে হয় সব নিয়ে ব্যবসা।
গরীব দেশে থাকেনা হাজার শর্ত
ধনী-দেশ অনেক কিছুতেই ব্যর্থ!


গরীব দেশে মানবতায় প্রাচুর্যপূর্ণ,
ধনী-দেশ নেই মনুষ্যত্ব আর ধর্ম
গরীব দেশে আছে শত কল্যাণ!
ধনী-দেশে সুখ অনেকটা ই ম্লান


গরীব দেশে থাকে অনেক মানুষ!
ধনী-দেশে অনেকেরই নেই হুশ।
গরীব দেশে থাকে  সমস্যা-বর্ণ?
ধনী-দেশের নেই যে এত কর্ণ!


=================o


উত্তর আমেরিকা
------------------
১১ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
২৬শে অক্টোবর, ২০২১