দুঃখের কাদা পুকুরে ধোযার পর নদীতে...
নদী পারেনি দুঃখের ময়লা পরিষ্কার করতে!
তারপর সাগর...
সাগরের নোনা জল চোখের বারিকে শুধু
লবণাক্ত করে তার পীড়াকে আরো বাড়িয়ে দেয়,
সাগর একটা সময় ঝঁঝাটকে ঠেলে দেয় ডাঙায়...
ডাঙা থেকে জমিন ...
জমিন থেকে ময়দান...
ময়দান থেকে চারণভূমি ...
চারণভূমি থেকে রণক্ষেত্র ...
তারপর মরুভূমি!
চারদিকে বিষাদ...
সুখের সন্ধানে শোক এখান থেকে ওখানে যাচ্ছে
আর যাচ্ছে।