যারা আমার ভালোবাসা বোঝে না, ক্ষতি নেই!
আমি তাদের কাছে পাথর হয়ে যাবো...
অধিক শোকে মানুষ নাকি পাথর হয়ে যায়
আমাকে তুমি বা তোমরা বুঝতে পারনা?
তাহলে আমি পাথর হয়ে যাবো...
দেশ প্রেমের অভাব দেখলে কষ্ট পাই!
কিছুই করতে পারিনা,
তাহলে আমি পাথর হয়ে যাবো...
ভাষায় অবহেলা দেখলে চুল ছিঁড়তে ইচ্ছে করে,
লোক দেখানো অন্য ভাষা শুনলে ভীষণ খারাপ লাগে...
ভাবি পাথর হয়ে যাওয়া ভালো!
দেশের জন্য কিছুই করতে পারিনা...
অন্যরা সুযোগ থাকা সত্ত্বেও কিছুই করে না!
তাহলে কি পাথর হয়ে...
পাথরের চোখ নেই কিন্তু কান্না আছে!
আমার চোখ যেমন আছে কান্নাও আছে...
আমি কি পাথর হয়ে যাবো?