সত্যি কথাটা আমি বলবো না কেন?
তাদের এটা শুনতে কষ্ট লাগে যেন!
আমি আসল কথা সদা বলেই যাব,
বিভিন্ন ভাবে কিন্তু বারবার মার খাব!


একজন কে অবশ্যই সেটা বলা উচিত,
একদিন না একদিন তবে হবে জিত!
বন্ধ হবেনা তাহলে তাদের কর্ম কান্ড,
আমার চোখে তারা হলো আসল ভন্ড!


একটা উচিত কথায় হয়তো কিছু হবে,
দায়িত্ব নিতেই হবে আমাদের এ ভবে!
উচিত কথা বলা অনেক মুশকিল কাজ,
যাদের জন্য সেটা তাদের আছে লাজ?
চেষ্টা করতে হবে না তাদের ভুল ধরে?
ঊচিত কথাতেই সমাজের টনক নড়ে!


==================o


ঊত্তর আমেরিকা
২৪ শে সেপ্টেম্বর, ২০২১, ৮ ই আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ