কঙ্কালকে দেখে হাসে মনে হয়!
আমরা কিছুই তো পারিনি জয়?
কী কারণে সে শুধুই যে হাসে!
কাদের অপেক্ষা হাজার মাসে?


অস্থিপঁজররা, হাসে্ না কাঁদে না!
অন্যায়ে মানুষের বিবেক বাঁধেনা?
মরা-গাছের পাতাতে থাকে শিরা!
কঙ্কালের আছে কী কোন কিরা?


রক্তহীন-হাড়ের আছে কোন শক্তি?
এক সময় ছিল তো অনেক ভক্তি!
পারবে শুধু যে ভয় দেখানো হাসি!
কী দেখেনি দিনমজুর-শ্রমিক-চাষী?


প্রাণ-হাড়যুক্ত-পিঁজরায় শুধুই রক্ত?
তাদের ছিল তো শত-হাজার ভক্ত!
অস্থি-সমষ্টির নেই কোন প্রাণ-ছাল,
জীবন্ত-মানবের হাল হলো কঙ্কাল?


================o


কানাডা,
২৪ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ