বিশাল আকাশের রূপ একেক সময় অন্য রকম,
আকাশে সাদা মেঘ,বর্ষায় কালো মেঘে ই জখম!
মেঘলা আকাশে বিষঘ্ন প্রকৃতি,কখন ঝড় জানে?
মেঘ সড়ে গেলে আকাশের বিশালতা কে মানে!
মেঘলা আকাশ প্রশান্তিদায়ক বৃষ্টি নিয়ে আসে।
ক্ষতির হাত থেকে বাঁচায়, রাখে আকাশ পাশে!
আকাশের মত মনটা অনেক বিশাল করা যায়,
মেঘ ই বৃষ্টি দেয়! আকাশ থেকে সে কী পায়!
মন খারাপ!খালি আকাশে কেন তাকিয়ে থাকি?
সাদা মেঘ করে একাকীত্ব দূর!কী নেই বাকী!
মানুষের জীবনে আকাশ একটা চলচ্চিত্রের মত,
আকাশ তার রূপে বদল হয়, সাদা- কালো গত!
দূর আকাশে মেঘ দেখলে ভয় হয়,হবে বুঝি বৃষ্টি!
মেঘ ই আকাশে তৈরি করে কত কিছু যে সৃষ্টি।
মন খারাপের দিনটাতে সবাই একলা হয়ে যাই,
স্বপ্নের তুলোয় বান ভাসিয়ে মেঘলা আকাশ খাই?
আকাশ কিছু করে না,আকাশের কিছু করার নেই ...
মেঘ আকাশ কে বদলায়! সে আগের মতই সেই!