হাজার গরুর গলাতে দড়ি,
বানাচ্ছে তারাই টাকা কড়ি!
অতি চালাকের দড়ি গলায়,
জানে না তা কোন শালায়?


দড়ির শক্তিতো দড়ির কাছে,
আসল দড়ি থাকছেই পিছে!
কেউ করছেনা তাদের মানা,
দড়ি ওয়ালার নেই কি জানা?


দড়ির আছে যে নিজস্ব গুণ,
করতে পারেনা হাজার খুন!
দড়ি কে নিয়ে চলছে খেলা,
শেষ হবে যে তাদের মেলা!


দড়িই হবে এমন এক ফাঁঁস,
পারবে না নিতে একটু শ্বাস!
জানতো কি তারা দড়ির শক্তি,
পাবেনা যে সেটা থেকে মুক্তি!


==============o


উত্তর আমেরিকা
২৪ শে জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ