এই গল্প সম্ভবত সকলে
আগেই শুনিয়াছেন :


এক ধূর্ত-খলিফা রাজাকে
বলিলেন, ''জাঁহাপনা, আপনার
জন্য এক মনোরম পোশাক
তৈয়ারি করিয়া দিতে চাই''


রাজা কহিলেন, '' এই পরিচ্ছদের
বিশেষত্ব কী হইবে? ''
পোশাক-কারিগর বলিল,
''হুজুর, চমক অবশ্যই আছে!''


তাহা কী?

''এমন সূক্ষ্ম ভূষণ বানাইবো যে
বোকারা উহা দেখিবেনা ''


তিনি বলিলেন, '' তাহা হইলে
ইহা চমৎকার হইবে''!


কিছুদিন বাদে তিনি রাজ-দরবারে আসিলেন,
শুরু হইল বসন নির্মাণ!
কাটাকাটি করিলেন,
প্রধান পরামর্শক,উজির-নাজির, মন্ত্রিসভার
সকলে কাঁচি-সূচি-সুতা সহ যাবতীয়
কিছু দেখিলেন, একমাত্র কাপড় ছাড়া!


দর্জি তাহার তৈয়ারি অসাধারণ
ভূষণ ভূপতিকে পরিধান করাইলেন।
তিনি রাজ-সভার সন্মুখে
উহা নিয়া হাঁটিলেন ...


খালি গতরে জাঙ্গিয়া-পরা
বাবুকে তাহারা দেখিল!
বলিল, অপূর্ব! অপূর্ব!
অপরূপ জামা!  মহীপতি!


কেহই বোকা হইতে চাহিল না,
ঠাকুর বুঝিয়াও তাহা হইতে
চাহিল না!


এই রকম নৃপতিই আমাদের  দরকার!


===============o


ঊত্তর আমেরিকা,


৭ই চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ