কোকিল ই কাকের বাসায় ডিম পাড়ে!
সরল কাক কে বানায় বোকা,
সুযোগসন্ধানী দল অনেক কিছু ব্যবহারে_
ফায়দা লুটে কাদের দেয় ধোঁঁকা?
কোকিলের কণ্ঠ দারুণ,গুণী কাকের কা...
বিশেষ হরমোন হয় না ক্ষরণ!
ডিমে প্রোল্যাকটিনের প্রভাবে ই দেয় তা,
মাতৃত্বের দায়িত্ববোধে ডিম বরণ?
বাসা তৈরি, ছানার পরিচর্যা সব করে কাক,
কোকিলরা বেড়ায়,শুধু গান গেয়ে ...
সুকন্ঠ ব্যবহারে বাচ্চা চুরি, যদি পায় ফাঁঁক_
পাখিদের দুঃখে দেশ গেছে ছেয়ে!