আয়ের সাথে ব্যয়ের কখনো ই মিলবে না হিসাব!
জনগণের ই ভোগান্তি! জনপ্রতিনিধির নেই জবাব?
এ দেশের বাজারে খাদ্যের দাম অনেক ঊর্ধ্ব-মুখী,
ব্যবসায়ীরা আছে খুব আনন্দে! ক্রেতারা কি সুখী?

পাঁচ'শ-ষাটের গোস্ত এখন আটশত টাকা,খুব চড়া!
সস্তায় মুরগীর ডিম ছিল,দাম! কারণটা গরম-খরা...
ভারত-পাকিস্তান, খাবার দাবারে দ্রব্যের দাম কম,
বাজারে গেলে দেশের ক্রেতার থাকে না কেন দম?

দেশে নাকি অনেক ব্যবসায়ী সাংসদ, সাহায্য করে?
সিণ্ডিকেটের কারসাজি! চোরা কারবারীদের কে ধরে!
স্বল্প-আয়ের মানুষ বাজারে গিয়ে ফিরে আসে ঘরে...
আমিষ? ভাত আর আলু! ঝুলানো মাংস,স্মৃতি নড়ে!