রংধনুর রঙ এখন ঝাঁঁপসা!
তাই জীবনের সাতটি রঙ
এখন আর আগের সেই
বর্ণালী তৈরি করেনা!


বেগুনী, রঙটি ২২° কোণে
এসে জীবন শুকনা আলুনী
হয়ে গেলো!


নীল, এ রঙ ২১° কোণে
সমুদ্র কে করলো বিল!


আকাশি, রঙটি ২০° কোণে
বেঁঁকে হলো মাছ বাতাসী!


সবুজ, এ রঙ ১৯° কোণে
এসে মানুষের মনকে
করলো অবুঝ!


হলুদ, রঙটি ১৮° কোণে
এসে ভরলো সমাজে
গোলা- বারুদ!


কমলা, এ রঙ ১৭° কোণে
এসে জীবন কমলা্র মত
সুন্দর না হয়ে  হলো
মারাত্মক ত্রি-ফলা!


লাল, রঙটি  ৪৪° কোণে
লাল গোলাপ না হয়ে
হলো শোষন-রক্তের কাল!


বিভিন্ন রংয়ের আলোকরশ্মি
৪০° থেকে ৪২° কোণে বাঁকা
হলেই বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের সৃষ্টিতে
বর্ণালী হয়, এর বাইরে কম বেশী হলে
রঙগুলো নির্দিষ্ট সারিতে আসেনা
তাই স্পস্ট রংধনুও হয়না!


এখন জীবনের আলোক-রশ্মির কোণের ঠিক
নেই, তাই সাতটি রঙ আর এক সাথে
সারিবদ্ধ ভাবে থাকেনা ও মেশেনা!