ঈদ হলো পাপ মুক্তির আনন্দ,
সফলতা ও বিজয় হবেনা মন্দ?
এ বিজয় নফসের ওপর আকলের,
এ বিজয় শয়তানের ওপর ইনসানের!
মনের সব কালিমা দূর করে তুলে,
মানুষে মানুষে ভেদাভেদ ভুলে..
মান-অভিমান বিসর্জন দিয়ে
সবাই হাতে হাত মেলানো,
বুকে বুক মেলানো, গলায় গলা গলানো!
ঈদ মানে সবার দেহ-মন এক হয় সানন্দে,
গরীব ধনী সবাই খুশি হয় ঈদের এ আনন্দে!


নির্মল আনন্দ প্রকাশের নিমিত্তে হয়েছে ঈদুল ফি'তরের প্রবর্তন,
পবিত্র এ আনন্দ ও বিনোদন অনুশীলন টি ইবাদত হিসেবে বিবেচিত জন!
ঈদুল ফিতর আনন্দ ও বিনোদন
                হবে যে স্বচ্ছ,পরিচ্ছন্ন আর নির্মল!
ইসলাম ধর্ম আনে বিবেকের সীমার ভেতর থেকেই
                ঈদ কেন্দ্রিক বিনোদন অনুশীলনের জল!
নতুবা হাসি আনন্দের এ ইবাদত...
ডেকে আনবে না উল্টো পরিণত ক্ষত?