আমরা জানি সাপের নেই পা ,
পা নেই বলে তারা তো সাপ নয়
তবে সবার তো আছে গা!
তারপরে ও কেন ভয়?
ওদের হাত আছে মুখ আছে...
কেউ কী জানেনা মাছের পা নেই!
তাহলে ওদের পা কেন গাছে?
হারিয়ে ফেলেছে কি জীবনের খেই?
মাংস খাই! আসল স্বাদ যে মাছে,
পা ছিল তাদের! অহির মত চলে এখন,
সমাজের ওরা বলে শুধু বলে পিছে!
তাদের মন পরিবর্তন কেন হয় যখন তখন?