দেশ ও বিদেশে ইদানিং
বলছে কে সত্য আর কে মিথ্যা
বোঝা বড় কঠিন!


কারণ, অর্থ-ক্ষমতা-লোভীরা,
খোদা-ভীরু,ধর্মান্ধ-নাস্তিকরা,
ধর্ম-কর্ম-ব্যবসায়ী-ব্যবহারকারীরা,
সরকারী-বিরোধী-দলের লোকেরা,
বেসরকারী-সরকারী-চাকুরিজীবী ও
সাংসদরা,সামরিক-বেসামরিক
কর্মচারী-কর্মকর্তারা,সাধারণ ও ধর্মীয়
স্তরের প্রাথমিক-মাধ্যমিক-উচ্চ-বিদ্যালয়
মহাবিদ্যালয় ও বিশ্ব্ববিদ্যালয়ের
অনেক শিক্ষার্থী- শিক্ষকরা মিথ্যাকে
সত্য আর সত্য কে মিথ্যা
অবিরত সুন্দর করে বলে চলছে...


বললেই সত্যটা ভালো হতো...
কেন এতো মিথ্যা তারাবলছে?


কারণটা আপনাদের জানা
থাকলেও থাকতে পারে...


আমার জানা নেই!


=================o


কানাডা,


১৫ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ