হতে চাই আমি এক পাখি!
নেই কেন সে রকম আঁখি?
শিশু দেখে! সে পাখি ডাকে,
দেখিনা পাখি,মশার-মা'কে?


তেলাপোকা,পাখি একদিন
উড়ে উড়ে নেচেছে তাধিন!
ডানা থাকলেই পাখি হয়না,
শূন্যে ভাসলে তারে কয়না!


সুর তাল ছন্দ নেই আমার,
অনেক চেষ্টা গলা যে ভার!
পাখা আছে, পাখি ডাকেনা,
পাখির দলে কেউ রাখেনা!


পাখি হয়েছি জাগিনা ভোরে
দিন যে যায় তাদের দোরে!
বলি সর্বদা পাখি হতে চাই,
সব পাখিরই আমি যে ভাই!


পাখিদের কি নিয়ম জানি?
জানলে সামান্য তো মানি!
চাই যে আমি পাখি ই হতে,
চলতেই  হবে তাদের মতে!


=============o


উত্তর আমেরিকা,
২৩ শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ