সবাইকে বলছি ...
ভালোবাসতে চাইলে অল্প
জলের প্রাণ নিয়ে ভালোবাসার
দরকার নেই!


অনেক পানির দরকার
অনাবিল মনের জন্য ...
বদ্ধ জলাশয় পুকুর বা দীঘি নয়!


বাদল ধারায় রাস্তার ময়লা
বারি,গর্তের বা ডোবার জল
দিয়ে অনেক কিছু হলেও          
অন্তরে নির্মল সলিলের
প্রেম আসবে? না ...


তাই ভালোই যদি বাসা,
তাহলে...
বেশী পানি নিয়ে শুরু ও
শেষ করতে হবে,


সম্ভব হলে এক সমুদ্র-জল নিয়ে
হবে ভালোবাসা, তখন চোখের
জলের লবণ আর তৈরি হবেনা...


না হলে,আমি ভালোবাসার
অর্ণবের-সমীরণ অথবা শীকর
নিয়েই জুড়িয়ে নেব আমার চিত্ত।


===============o


অর্ণব : সাগর
শীকর : বাতাসে চালিত জলকণা


           ***


কানাডা,
৩০ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ