দেশে বাড়ছে শুধুই ডেঙ্গুর বিস্তার...
ব্যাঙ বিলুপ্তি! নেই তাদের নিস্তার
পোকামাকড়রা বিভিন্ন জটিল রোগ ছড়ায়।
ব্যাঙ আবার এত সব পোকা মাকড় খায়!


জানি আমরা ব্যাঙ এর মশা মাছি প্রধান খাদ্য
ব্যাঙ এর উপকারিতা নিয়ে কেউ লেখে পদ্য?
তার সমান ওজনের কীট একদিনে খেতে পারে,
ম্যালেরিয়া বিস্তারে ব্যাঙ মশাকে খায় বারেবারে!


ভাইরাস বহনকারী ডেঙ্গু-মশা ই মানুষ কে সুযোগে কামড়ায়...
ভাইরাস টা রক্তে প্রবেশ করে মশার লালার সঙ্গে মিশে যায়!
মানুষের রক্তের শ্বেতকণিকাতে প্রবেশ, কোষে করে প্রজনন,
সারা শরীরে ছড়িয়ে দিয়ে মানুষ কে দুর্বল করে আনে মরণ!
দিনে কাম্‌ড়ানো এডিস মশা তো দায়ী একমাত্র ডেঙ্গুর জন্য
এসব মশাকে ব্যাঙ ই সাবার করতে  অনেক হয়ে যায় ধন্য!
জঙ্গল সাফ বন্ধ করে নতুন বসতি গড়া ঠেকানো যায়না?
তাহলে ব্যাঙ এর বিলুপ্তি এত তাড়াতারি আর যে হবেনা...


বাংলাদেশের পুকুরে ও ইদানীং ব্যাঙের সংখ্যা আসছে কমে
রাসায়নিকের বস্তুর যথেচ্ছ ব্যবহার বন্ধ করা যাবে একদমে?
ব্যাঙ পোকা মাকড় ভক্ষন ফসলকে পারবে করতে সুরক্ষা
জমির পোকা নিধন! কোটি লিটার কীটনাশক
হবে রক্ষা ,
জমির উর্বরতা আর হবেনা নষ্ট,
গরীব চাষীর হবে না কোন কষ্ট!


ছত্রাক জনিত বিশেষ ধরনের ভয়াবহ রোগও দিচ্ছে হানা
ব্যাঙ আমাদের পরিবেশের ভারসাম্যতে সহায়তায় মানা
ক্ষেত খামারেও ব্যাঙের ডাক আর  এখন  যায় না শোনা
তাদের বাস স্থানের জায়গা কমেছে...


ডেঙ্গুর উৎসতে ভেকের হানা...
ডেঙ্গুর বিস্তারে হবেনা মানা?
ব্যাঙ এর চাষ করে দেশবাসীদের বাঁচিয়ে মৃত্যু ঠেকাই
আরো ব্যাঙ চাই! আরো ব্যাঙ চাই! আরো ব্যাঙ
চাই!