আমরা বিজ্ঞানের যুগ পেরিয়ে এখন প্রযুক্তির ই যুগে,
কেন মানুষ আগের চেয়ে বেশী বেশী সমস্যাতে ভুগে?
মোবাইল ল্যাপটপ কম্পিউটার ওয়াই-ফাই লাই-ফাই,
সব উদ্ভাবন মানব সভ্যতাকে ভিন্ন এক উচ্চতায় ভাই!
বর্তমান যুগে প্রযুক্তি ছাড়া এক মুহুর্তও কল্পনা করা?
সারা পৃথিবী এখন তো প্রযুক্তির কব্জার কাছেই ধরা!

সময়ের সাথে প্রযুক্তির চরিত্রগত তালিকা বহুমুখী দীর্ঘ,
সবচেয়ে বৈপ্লবিক সংযোজনটি হলো তথ্যপ্রযুক্তির মার্গ
মানুষ কেন এখন আর ব্যবহার করেনা ঐ ল্যান্ডফোন!
ক্ষ্তি করেই যাচ্ছে কান আর মস্তিষ্কের যত নিউরোন...

ই.মেল পাঠানো হলেও পায়না সে চিঠি কেন প্রাপক?
বানানের ভুলের কারণে খেসারত দেবে নাকি প্রেরক!
বিদ্যুৎ নেই বলে ইন্টারনেট নেই পি.সি.টাও চলেনা,
সব কারণ বলার পরেও কখনো ওদের মন গলেনা!
বিজ্ঞানের যুগে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ,
ফোনের ব্যাটারি্তে চার্জ দিয়েও পাওয়া যায়না মন!
বিদ্যুৎ নেই মোডেম চলে! রাঊটার নেই!ওয়াই-ফাই?
ব্যাটারি আছে ওয়াই-ফাই নেই! কী আমরা শুধু খাই!

==============================o


২৬ কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
১৬ ই  নভেম্বর, ২০২১


উত্তর আমেরিকা,


*****