মানুষের সবারই রক্তের রং যে লাল,
পশুর রক্তে থাকেনা টক-মিস্টি-ঝাল!
হিমোগ্লোবিন আছে বলেই লাল রক্ত,
টিকটিকির সাদা, শরীরটা নয় শক্ত!


সাদা রক্ত চিংড়ি মাছ ও টিকটিকির,
মানুষ তো দেখেনা মিসকিন-ফকির?
লাল কিন্তু সাদা হয়ে চলে অগোচরে,
দুষ্কর্মে ব্যস্ত তারা পড়েনা কি নজরে?


মানুষের রক্তের রং হয়ে গেছে সাদা,
পারিনা বুঝতে আমরা কত যে হাদা!
রক্তের হিমোগ্লোবিন টা ঠিকই আছে,
মানুষ মানুষের জন্য প্রয়োজনে কাছে?


রক্তের রং লাল দেখা যায় কত মাছে,
আগের মত ফলই ধরেনা গাছে গাছে!
মানুষের বিশ্বাস কেন গেছে এত কমে!
সাদার জন্য লাল রক্ত কি গেছে জমে?


মানুষ মানুষের জন্য! সবাই কি জানি?
লাল রক্ত নিয়েও কেন এত হানাহানি!
এ রক্ত এখন যে সাদা রক্তেরই মত?
উপকারে আসে দুনিয়াতে মানুষ যত!


===================o


উত্তর আমেরিকা
৭ ই আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ