সাদা মেঘ থেকে বৃষ্টি হয়না তবে হয় তুষার,
কালো মেঘে বর্ষণ! মাস যখন আসে আষাঢ়।
মেঘ হতে দৃশ্যমান সিত! সব রঙ প্রতিফলন,
ঘনত্ব কম থাকে বলে সফেদ রং অবলোকন।


কালো মেঘ আলোকে শোষণ! কৃষ্ণবর্ণ ধারণ,
ঘনত্ব বৃদ্ধিতে আলোর হয়না কিন্তু প্রতিসরণ।
মেঘ ভারী হয়ে গেলেই নিচে পড়ে হয় বৃষ্টি!
অম্বুদ তুষার শিলা কিন্তু সলিল থেকেই সৃষ্টি।


সাদা মেঘ উড়তে পারে, পারেনা কালো মেঘ!
নিচে পড়ে তাড়াতাড়ি, সাদা' র নেই সে বেগ,
বাষ্পপুঞ্জ ধেয়ে চলে বায়ুপ্রবাহের সঙ্গে সঙ্গে...
কালোটা পারেনা! নামে কাল-বৈশাখী ঢঙ্এ!