তুমি তখনই  ভালো,
যদি বা কিছু  ঢালো!
কষ্ট যে পাবে তিনি,
কিছু ঢালেনা যিনি!


একদিন তুমি অসুখী,
ছিলো তারা বিমুখী!


তুমিই তো বয়সে বড়,
বলবে তারা তুমি কর!
ছিলে তুমি যখন ছোট,
বলেছে, আরো খাটো!


দাও তোমারই আলো,
সবাই বলতো জ্বালো।
যখন তোমার অন্ধকার,
কেউ খুলেনি তো দ্বার!

যখন ছিলে তুমি সুখে,
থাকতে তাদের দুঃখে!
হতো যে কখনো ভুল,
পেয়েছো কোন ফুল?


ইস্,তুমি এতো ভালো,
কারণ তুমি যে ঢালো!


কী অদ্ভুত না!


=========o


উত্তর আমেরিকা


৩০ শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ