তুলনামূলকভাবে চাহিদাগুলো হেরে যাচ্ছে প্রাপ্তির কাছে।
আমি চাই বন্য পশু পাখি গুলো শহরটাকে বনে পরিণত করে ফেলুক,
অথচ! শহুরে পশু বন কেটে শহর বানাচ্ছে।
আমি তো চাই সৃষ্টির সেরা জীবেরা যেন নিকৃষ্টতম হওয়ার প্রতিযোগিতা বন্ধ করে দেয়।
আমি তো ঘাতক রাষ্ট্রের সৈন্যের রক্ত দিয়ে আহত শিশুদের গোসল করাতে চাইনা।
আমি চাই কয়েকটা প্রেমের গান গাইতে কিন্তু কার্যালয়ে প্রেম উৎপাদনের পূর্বেই বিশ্বে কত লাশ পরে যাচ্ছে।
আমি চাই স্বাধীনতার মাসে স্বাধীন পাখিদের গান শুনতে, আকাশে উড়ে যাওয়া যুদ্ধ বিমানের নয়।
বছরের ঠিক প্রথম মুহূর্তেই আমার এক কানে বাজে আতশবাজির বিকট শব্দ আর আরেক কানে পাখিদের আর্তনাদ।

অথচ আমার প্রাপ্তি খুবই সীমিত।
আমার প্রাপ্তি এক দিশেহারা মন আর কিছু ভাবনা যা আমার ঘিরে রেখেছে সদাই
হায়! আমি এত চাওয়া নিয়ে কোথা যাই?
আমি এত চাওয়া নিয়ে কোথা যাই?