আমি কবি নই
সাহিত্য মনা মানুষ আমি
সাহিত্যের সবকিছু ভালো লাগে
সাহিত্যের অলি-গলি
সবকিছুতে ঘুরতে ভালো লাগে
আর এসব কারণ,
আপা আমায় কবি বলে।
আপাকে কতবার বলেছি
আমি কবি নই
কবি হতে পারবও না কোনোদিন
বোঝেই না.....!
কবিরা কবিতার নিয়ম মানে
আমিতো কবিতার নিয়ম মানি না।
আমি নিয়ম না মানার দলে!
নিয়ম না মেনে কি
কখনো কোনোকিছু হওয়া সম্ভব?
কখনোই না.....!
সবকিছুর নিয়ম আছে।
কোনোকিছু করতে গেলে বা
কোনোকিছু হতে গেলে
নিয়ম মেনে নিয়ম অনুযায়ী চলতে হয়
আর আমি......!
সকল নিয়মের বাইরে
নিয়ম শৃঙ্খলাতে আবদ্ধ থাকতে
ইচ্ছা করে না আমার।
তাই আমি কবি নই
কবি হতেও পারব না।
আমি আমার আমিকে,
মুক্ত করে দিতে চাই
যেখানে থাকবে না
কোনো নিয়মের বেড়াজাল।।