সময় খুবই দ্রুত চলতে শুরু করেছে।
এইতো কিছুদিন আগেও ছিলাম মৃত্যুর মিছিলে
সবখানে ছিল উৎকন্ঠা।
আজ সব স্বাভাবিক!
স্বাভাবিক বললে মনে হয় ভুল হবে
সময়টাকে খুব দ্রুত চালিত করায় ব্যস্ত আমরা।
মেট্রোরেল, এক্সপ্রেস ওয়ে আরো কত কি!
আমাদের দ্রুত চলতে হবে,
অথচ কিছুদিন আগেও আমরা ভেবে ছিলাম
এবার আমাদের বদলাতে হবে
যদি বেঁচে থাকতে পারি এবারে মত
নতুন করে বাঁচতে হবে
পৃথিবীটা সাজাতে হবে পৃথিবীর মত করে।
আচ্ছা আমাদের মনে আছে কি
সেই ভিডিওটার কথা
এম্বুল্যান্স এ শুইয়ে সেই ব্যক্তির  
অক্সিজেন এর সাথে যুদ্ধ
বায়ুমন্ডলে অক্সিজেনের অভাব ছিল না তবুও।
কিংবা আইসিইউতে
অক্সিজেন মাস্কের কারাগারে থেকেও
তীব্র অক্সিজেন অভাববোধ
হৃৎপিণ্ড ফাটা শ্বাসকষ্ট
অতঃপর নিথর দেহ
আমার মনে হয়েছিল এখন হয়
আমার সবুজ দেখা বাকি আছে
বাকি আছে শীতল, স্নিগ্ধ-কোমল অক্সিজেন নেওয়া
আমি সবুজের বুকে যাব, বুক ভোরে অক্সিজেন নিব।
আবার চলতে শুরু করল সব এবার একটু দ্রুতই
এ শহরের নিয়ন আলোর ল্যাম্পপোস্টটা
আমার দিকে তাকিয়ে বলে
কিরে সবুজের বুকে যাবি না?
আমার যাওয়া হল না
আমি পরে রইলা কংক্রিটের বুকে
প্রতিনিয়ত নিতে হয়
কংক্রিটের বুকে তপ্ত হওয়া অক্সিজেন।
আর প্রতিনিয়ত ছুটে চলতে হয়
দ্রুত থেকে আরও দ্রুত
ক্রমান্বয়ে!!