Bye Bye 2019..


       Happy New Year 2020..


       দিনান্ত সন্ধ্যায়, বছরটাও
       আজ ঢলছে দিনের সাথে।
       রাত্রির আগমনে পুলকিত বিশ্ব জগৎ,        
       আরেকটা বছর আসছে।
       আখলাক, গৌরী থেকে শুরু
       সুজলা মহাদেশ
       আজও কেনো তাবেরেজের রক্তে ভাসছে??..
       নির্ভয়া, আসিফার বিচার হয়নি,
       ধর্ষিত উন্নাওয়ে নিশ্চুপ সারা দেশ
       প্রিয়াঙ্কার গোঙানিটাও আকাশে বাতাসে।
       বছর আসছে বছর যাচ্ছে,
       শাসক ও মানুষ প্রতি বছর
      একটু একটু মধ্য যুগে ফিরে যাচ্ছে।
       ধর্মের নামে উন্মাদ এ বিশ্ব
       প্রতিনিয়ত রক্ত খাচ্ছে।
       ফিলিস্তিন, সিরিয়া
       কিংবা হোক বার্মা, আসাম।
       কয়েক লক্ষ মানুষ দেশহীন এভাবেই,
       দিন গুনছে আরো কয়েক কোটি
       শঙ্কার বর্ষবরণের গভীর রাতে।
       তবু মুক্তির আগমনী গানে মাত
       এই বর্ষবরণ আশা জাগাক,
       এই হিংসা উপত্যকার মাঝে।
       ফ্যাসিবাদের কালো মেঘে ঢাকা
       এই গগনে 2020 ফুটুক,
       লড়াইয়ের নতুন উদ্দামে
       নব দিগন্তের সাজে।