আজ মরসুমের শীতলতম গহীন রাতে..
       একা নিদ্রাহীন জেগে আছি আমি মোবাইল হাতে..
       হাতড়ে চলেছি পুরোনো সব স্মৃতি মেসেজ, ছবি আর আমাদের দুস্টু মিষ্টি খুনসুটি..
       একদা যার সবটাই ছিল শুধুই কারো জুড়ে..
       এসে আটকায় হটাৎ কন্টাক্ট
লিস্টের এক বিশেষ নামের নম্বরে..
       একসময় যা লিখেছিলাম বড় অধিকার আর আদরেই মোবাইল সহ হৃদয়েরও অন্দরে..
       প্রথম আলাপেই ভালোবেসে নাম বানিয়েছিনু তোর..
       দুস্টুমিতে আদরকরে যা বলে..
       স্বস্তি মিলতো মোর..
       পুরোনো সেই মধুর স্মৃতিই ভুলাল বিরহের ক্ষত..
       নতুন করে তোকে পাওয়ার নেশা জাগলো শত..
       না চেয়েও তৎক্ষণাৎ কল দিলাম তোরে..
       ভেবেছিলাম এতরাতে হবি তুই নিদ্রার ঘোরে..
       ভুলটা আমি প্রথম থেকেই..
       তাইতো তোর প্রেমে পড়েছিলাম চেহারা না দেখেই..
       ভুলটা আজও প্রমাণিত..
       ব্যস্ত তুই তবুও চেষ্টা করলাম অগণিত..
       কিঞ্চিৎ পরে মোবাইল বাজে নম্বর দেখি তোর..
       ফোনটা ধরতে একটুকুও বিলম্ব হয়নি মোর..
       ফোন ধরেই তোর গলায় ভাষা আমার হারায়..
       ধরেই তোর নতুন প্রেমের সুখের গল্প শুনালি অবিশ্রান্ত ধারায়..
       কয়েকটা কথার পরে বল্লি তুই শেষে..
       তোর সুখের প্রেমে ব্যাঘাত যেনো না করি আমি আবারো এসে..
       কষ্ট নিয়ে হাসিমুখে মানলাম তোর শর্ত..
       পাগলী তুই বুঝবিনা কভু..
       তোর ছাড়া নেইকো মোর জীবনের অর্থ.......