মিষ্টি ভোরে কোনো এক পাখির গান
ঘুমন্ত ফুলে ফুলে জাগায় তার আহবান।
উঠো হে, করো জগতের সত্য রচনা
দূর করো প্রিয় আত্নার সকল যন্ত্রণা।
সাজাও স্বপ্ন রাঙাও বিশ্ব,গেঁথে মনে বিশ্বাস
ভাল ভাল কাজে শুদ্ধ মনে,শান্তি বহাও বারমাস।


শান্তির পথে পাখি ক্লান্ত দুপুরে গাহে মধুর গান
গোলাপ,কদম, কৃষ্ণচূড়া যত ভুলে তাহার অবসান
ভুলে গিয়ে তারা শান্তির ঘরে,ইচ্ছাকে করে
সত্য
নেই পিছুটান নেই ব্যবধান,লক্ষ্য টাতে হয় যুক্ত।


দিগন্ত জুড়ে নীলিমার পথে,সূর্য ছড়ায়াছে  আলো
লোকালয় বাড়ে ব্যস্ত শহরে,স্বপ্ন নিয়ে তুমি বাঁচো
জেগেছে সবাই হৃদয়ে হৃদয়ে,খুলেছে গানের রত্ন
পাখির সুরেতে ভালবাসা সাজে,প্রকৃতি হয়েছে মুগ্ধ।