বৃষ্টি আসুক তোমার শহরে,  
ভিজবো দুজনে হাতে রেখে হাতে।
আকাশ কালো করে নামুক ধারাপাত,  
শহরের পথে হারিয়ে যাক সব কথা।

তোমার জানালায় বৃষ্টি পড়ুক চুপিচুপি,  
আমার হৃদয়ে সুর উঠুক রুমিঝুমি।
পথঘাট যাক ভিজে একাকার,  
প্রেমের গল্প হোক আবার আরেকবার।

চায়ের কাপে উঠুক ধোঁয়া নতুন করে,  
কথা হোক পুরোনো দিনের থেকেও জোরে।
বৃষ্টির জল ছুঁয়ে যাক তোমার চুল,  
আমার চোখে তখন ফুটবে একটাই ফুল।

শহর ঘুমাক শান্ত শীতলতায়,  
আমরা বাঁচি ভালোবাসার উষ্ণতায়।
বৃষ্টি আসুক তোমার শহরে,  
ভিজবো দুজনে, থেকো পাশে মোর তরে...