আজ মনটা ভীষণ ভারি, মেঘলা আকাশ যেমন,
বৃষ্টি ফোঁটার শব্দে যেনো, খুঁজছি আমি তোমায় তেমন।
দরজা খুলে দেখি বাইরে, তুমি নেই আজ পাশে,
তবুও যেনো তোমার ছোঁয়া, বৃষ্টি হয়েই আসে।
ভেজা মাটির গন্ধটা আজ, বড্ড চেনা লাগে,
তোমার হাতের স্পর্শ যেমন, মনকে দিল জাগে।
জানালা কাঁচের ওপার থেকে, দেখছি জলছবি,
তোমার মুখের আদল যেনো, আঁকছে কোনো কবি।
বৃষ্টির ধারার মতো, স্মৃতির আনাগোনা,
হারিয়ে যাওয়া দিনের কথা, আজ কেন যে শোনা।
শীতল হাওয়ায় মন উদাসী, মন যে কেমন করে,
যদি থাকতে আজ পাশে, হাতটি ধরতে জোরে।
বৃষ্টি থেমে গেলেও দেখো, মনটা ভেজা রবে,
তোমার জন্য এই ভালোবাসা, এমনি করেই শোভা পাবে।
আবার কবে আসবে তুমি, বৃষ্টিস্নাত দিনে,
হাতটি ধরে বলবে softly, "ভালো আছো কি কিনে?"
এই বৃষ্টি ভেজা সন্ধ্যায়, শুধু একটাই ইচ্ছে,
কাছে থেকো এভাবেই, থেকো মনের পিছে।