সূর্য মামা মাথার উপর,
আগুন ছড়ায় রোদের ভর।
মাঠ ফেটে যায় পিপাসায়,
জলও মেলে না পুকুরপাড়ায়।
শুকনো পাতার টুপটাপ ধ্বনি,
উত্তপ্ত হাওয়ায় কাঁপে ধরণি।
ঘামে ভেজা শরীর অস্থির,
কোথাও যেন নেই একটুও স্থির।
আম, জাম আর লিচুর পাকে,
মধুর লোভে মৌমাছি ডাকে।
কাঁঠাল ফাটে মিষ্টি ঘ্রাণে,
মন ভরে যায় নতুন গানে।
ক্লান্ত পথিক ছায়া খোঁজে,
বটতলায় গা এলিয়ে বসে।
শীতল হাওয়ার আশায় চেয়ে,
নিশ্বাস ফেলে ধীর পায়ে পেয়ে।
কালো মেঘের দেখা নাই,
বৃষ্টি যেন দূরেই থাকি ভাই।
প্রহর গুনি বর্ষাকালের,
শান্তি নামুক ধরার কোলে। 🌧️🌿