আকাশকে ছুতে চেয়েছিলাম
আমি যত বারই তার নিকটে
যাওয়ার চেষ্টা করি
সে ঠিক ততবারই দূরে সরে গিয়েছে
স্বপ্ন গুলো আজ ছন্নছাড়া
শিউলি ফুলের মতো
রাত্রি বেলা ফুটে সকাল
হতে না হতেই ঝরে যায়
আবেগী মন চলছে গঙ্গার
স্রোতের মতো আপন গতিতে অবিরাম
ঢেউয়ে ঢেউয়ে ছুটে বেরায় তোমার অভিমুখে
কবিতার কাব্য গুলো যেন
নিরাশতার সুর তুলে
তুমি হীনা
ছন্দ বিহীন গানের মতো
মরীচিকায় আঁকড়ে ধরে
কিছু ইচ্ছে সময়ের আগেই ফুরিয়ে যায়
যেগুলো পূর্ণতায় রোপ না নিয়েই
মনের কোনে মাটি দিতে হয়।
ক্লান্তির রাত জাগা শুধুই
তোমায় ঘিরে
তুমি আসবে বলে আজও আমি
অবসন্ন রাত্রি জাগি তোমার প্রতীক্ষায়


০৫,১২,২০১৯