বস্তি তে জন্ম আমার
থাকি রাস্তাঘাটে,
এক বেলা খাবারের রুটি
কোথাও যদি জুটে।


খালি পেটে ছুটে বেড়াই
ডাস্টবিনে ধারে,
সামান্য কিছু খাবার হলে
পেট টা যদি ভরে।


মোড়াও করি আহার বটে
ভুক্তি কি তা হয়,
পেট টা ভরার কথা হয়তো
মনটা ভরার নয়।


দেশ আমার ধনী হয়েছে
আমি তো ধনী নই,
সবার পেটে খাবার থাকে
আমার পেটে নাই।


বকা দিচ্ছ গালি দিচ্ছ
টোকাই হয়েছি বলে,
আমিও তো মানুষরে ভাই
গরিব মায়ের ছেলে।