বর্ষার এক বাতাসে,
মনের ধ্বনি সর্বনাসে।
আমি দেখতে চাই অবশেষ,
বাতাসে যেন না হয় শেষ।
উড়তে উড়তে পরিহাস,
হবে না ইতিহাস।
বুকে নিয়ে বড় শ্বাস,
মনের কাছে হারায় বিশ্বাস।
এই প্রতিকূল পরিস্থিতিতে,
নত যেন হয় অনাস্তিত্বে।
যেটা নয় মনের বাস্তবে,
যা কিছু চলে আজগবে।
পরিস্থিতি বড় কঠোর,
সাহায্যের হাত পাওয়া এক নিঠুর।
পরিস্থিতির কারণে অস্থির,
কখনো হবে কি স্থির।