ক্ষুধার মত এক প্রতীক আমার,
জীবনের গতিতে আমি স্বীকার।
চিন্তা করি অনেক আশায়,
অপর্যাপ্ত দুঃখ কেবল মনের ভাষায়।
কত শিশুর দল আত্মনাদ করে,
মাঠেঘাঠে ক্ষুধার জ্বালা ঘরে ঘরে।
বসতবাড়ীর পানিতে কত দুর্দশা
নাই পর্যাপ্ত খাওয়া সব খালি বাসা,
এত ক্ষণিকের অল্প সময়ে এত আধাঁর,
জীবন নামে জ্বলার খনি দুঃখ সবার।
কি নালিশ করব কার কাছে করব,
করতে গেলে জ্বালায় পুড়ে মরব।
নিরবে চালিয়ে যায় পথের আঁধারে,
সইতে পারি না আর ঘরে বাইরে।