আমি দেখেছি কুয়াশার সকাল-সন্ধ্যায়,
যা আমার মনে আবরণ করেছে এক গন্ধায়।
কুয়াশার সাদামাটা টুকটুক জল,
সকাল সন্ধ্যায় করে মন উজ্জ্বল।
পরনের কাপড় পরি এই শীতে,
নতুন শীতের গন্ধ আসে নব রীতে।
কত মাঠে-ঘাটে কুয়াশার মেলা,
ঘুম থেকে উঠতে সকাল বেলা।
ধানক্ষেতে কুয়াশার ঝাপসা পানি,
দেখতে গিয়ে পোশাকে লাগলো অনেকখানি।
আমি দেখেছি রাতে কুয়াশার বেজা রাত,
সে রাতে ঝাপসা দেখায় আকাশের চাঁদ।
সেই কুয়াশায় বসে করি অনেক গল্প,
ব্যাডমিন্টন খেলেও লাগে না ক্লান্তি অল্প।
গল্প গুজব খেলায় দোলায় কাটে এই কুয়াশাতে,
কুয়াশার গন্ধ পড়ে থাকে শীতের রীতে।