ব্যাথা-বেদনা শুধু জমে বুকে,
এই পৃথিবীতে আমি বড় অদম্য দিকে।
কোথায় পাব তরি উঠব আমি,
সুখের সাগর পাড়ি দিতে।
বেদনা আমার বড় দুঃস্বপ্ন,
রাত্রি শেষে অপেক্ষায় বড় বিপন্ন।
যদি হতো সাগরের ঢেউ এই,
আমিও ছুটব দুঃখ ছাড়া ঢেউ।
এত আঘাতের কাছে বাস্তব জীবন,
দুঃখ, সুখ থাকলে হবে আমাদের মরণ।
স্বপ্ন উড়ে পাখির মত খোলা আকাশে,
অনুভব করলেও কি পায়, সেই বাতাসে।
আসে না কাছে সৃদিশে,
শুধু রাতের ঘুম কোথায় যেন অদৃশ্য।
শোনো এই জনমে তুমি আসবে,
জাগ্রত দিনে ঘুম না ধরবে।