০১।
ভ্রমসিদ্ধ সহজিয়া মন মন্বন্তরে
ওড়ে মেঘ , দারুচিনি বনের বিস্ময়।
প্রকল্পিত আচ্ছন্নতার অস্পৃশ্য মুখরতায়
অপাংক্তেও ছন্দে এক তুমি ফুল ফুটে ওঠো
ঘোরের মতো, নীলাভ কুয়াশা স্নানে।


০২।
জলমগ্ন নদীগর্ভ  ভাসে স্রোতজ প্রত্যয়ে
নৈমিত্তিক বন্ধনহীন, অব্যক্ত কলোরবে
কি যেন এক মর্মপীড়ায় -
এই ভবঘুরের ন্যায়, আহা!