আচ্ছন্নতা মোড়ানো সর্পিল গেঁয়ো পথ,
              গন্তব্যহীন নিরুদ্দেশ যাত্রায়;-
পড়শিবাড়ির অঘোর ঘুম কাতুরে স্মৃতি,
কিছু শৈশব ডাঙ্গুলি আর বিলসাঁতারের ফ্রেমে আঁকা;
              যাপিত জীবনের
বাড়ন্ত অধ্যায়ে ওড়ে ঘুঘুডাকা বাঁশবনের ছায়াশীতল,
ন্যাড়া মাঠ, দিনান্তের গভীরতায় রাত্রির তক্ষক।


স্মৃতি জুড়ে শুধু বিস্তর গ্রাম, ধূ ধূ বিশালতা
শৈশব বাড়েনা কভূ, যেন বামন বনসাঁই।