তোমার বাগানের সেই ঝরে পড়া ফুল-
যদি কোন বর্ষার জলে ভেসে যায়- যাবে
কোনদিন তুমি কান্নার ছলে সে ফুল ভাসিয়ে দিও না ।
অতীতের প্রিয় গাছটি না হয়- আগাছা ভেবেই উপড়ে ফেলো
ভুলেও কখনো গাছের ছায়ায় ফাগুন খুঁজতে যেও না ।
আগুনে পোড়ালে ভুল হয়ে যাবে-
পোড়া দাগ যদি মাটিতে লাগে- কোন গাছ তবে হবে না
ঘৃণার আগুনে কখনোই আর জীবন পুড়িয়ে ফেলো না ।
যুক্তি তো নয়- শর্ত বুকে প্রেমের চোখে  হাতে হাত শুধু ধরা
যুক্তি তো নয়- বিশ্বাস পুড়ে মূর্ত করে যৌথ রথেই চড়া
যুক্তি হল- নিজেকে নিজেই ভেঙেভেঙে শুধু- ভালবাসাকেই গড়া ।
এখনো তোমার বুকের ভিতরে দুঃখ যতটা বাজে
এখনো তোমার চোখের পাতায় কান্না যতটা ভিজে
ঠিক ততটুকু ঘাটতি ঘুচেই ভালোবাসা খুঁজে পাবে।
স্বাধীনতা যদি হয়ে যায় কারো ভালোবাসা থেকে দামি
জীবনের তরে ‘ভালথাকা’ তার হবে নাতো কোনদিনই ।
ভালবাসা নয়- আশায় আশায় নিয়তিতে ভেসে যাওয়া
ভালবাসা নয়- স্বপ্নের খুঁজে স্বপ্নকে খুঁজে পাওয়া
ভালবাসা শুধু ভালবেসে-বেসে আরও বেশি দিতে চাওয়া ।


জানি একদিন থাকবো না আমি
রাত জেগে লিখবো না আর-  আগামীর যত কথা
সেদিন যদি ভুল করেও কান্নার জলে ভিজো-
ভেবে নিও তুমি- আমি কেউ নই,
আমি তো শুধুই এই পৃথিবীর বৃহৎ শূন্যতা......
আমিতো শুধুই খেয়ালী তোমার–
                                    অসমাপ্ত কবিতা ।