ব্যস্ত পথের মানুষগুলো দিন-দুপুরে স্বপ্ন খুঁজে
একলা রাতে দৃষ্টি আমার মহাকালে বইয়ের ভাঁজে;
বাস্তবতার প্রণয় খেলায় ব্যর্থ প্রেমে মৃত্যু দেখি
ঘুমের উপর অভিমানের সাঁঝ-সকালে গল্প লিখি ।


ঘুম তাড়ানো ভুলের দিনে বিদ্রোহী মোর রক্তচোখে
দুঃখ-মনে মধুসুধন রোম্যান্টিকের স্বপ্ন আঁকে;
রুদ্ধ ঘরে রবীন্দ্রনাথ নিত্য আমার চাঁদের আলো
কে বা কারা আমার বুকেও জীবনবাবুর ঘুম পাড়ালো ?


স্রস্টা খুঁজে সৃষ্টি যেন অসম্ভবের ঐশী বাণী
মাথার মাঝে বিবর্তনের ঐতিহাসিক গল্প শুনি;
চিন্তাস্রোতে পীথাগুরাস এই পৃথিবীর অংক কষে
সক্রেটিসের বোধে আমার নিউটনীয় সূত্র বসে ।


মৃত্যুজয়ে হত্যা করি গোপন মনের স্বার্থ সবি
বিশ্বজয়ী কলম যে মোর ইচ্ছাতে হয় নিঃস্ব কবি;
বদ্ধঘরের পাতালপুরে একলা একা সুখেই থাকি
রাতদুপুরে আমিই আমার গানশুনানো অচীনপাখি ।


মাহবুব শাকী
পল্লবী, ঢাকা